কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

হালুয়াঘাট প্রতিনিধি | ১ জুলাই ২০২২, ১০:৪২

সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ হলরুমে ২০২২-২৩ অর্থবছরে খরিপ-২ রোপা আমন মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সোহলে রানা ’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মাসুদুর রহমান প্রমুখ। এ সময় খরিপ-২ রোপা আমন মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় ৬ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে জন প্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মাসুদুর রহমান বলেন, উপজেলা কৃষি অফিস সবসময় কৃষকদের সেবাই নিয়োজিত রয়েছে। আমরা আজ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। 


আপনার মূল্যবান মতামত দিন: