চুয়াডাঙ্গায় লোকমোর্চার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ২৬ জুন ২০২২, ০২:৪৫

ছবি: সময় ট্রিবিউন

চুয়াডাঙ্গায় জেলা লোকমোর্চার সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি তানজিলা মিনি। প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা লোকামোর্চার সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সদর উপজেলা লোকমোর্চার সভাপতি মানিক আকবর, আলমডাঙ্গা উপজেলা লোকামোর্চার সভাপতি এম. সবেদ আলী, জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ ও ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান।

প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী নির্মল দাস। সার্বিক সহযোগিতায় ছিলেন উপ-সমন্বয়কারী আনিচুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা লোকমোর্চার সহ-সভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দার, যুগ্ম-সম্পাদক শেফালী খাতুন, প্রচার সম্পাদক আহাদ আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক জুলিয়াছ আহমেদ ও লোকমোর্চার সচিব কানিজ সুলতানা।



আপনার মূল্যবান মতামত দিন: