তাড়াইলে প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ | ২১ জুন ২০২২, ০৭:৫১

সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাররং গ্রামে নূর অটিজম বিদ্যালয় প্রাঙ্গনে স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে।

জানা গেছে,সমাজকল্যাণ মন্ত্রণালয় অধিভুক্ত কিশোরগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পরিচালনায় ভ্রাম্যমাণ মোবাইল থেরাপি ভ্যানের মাধ্যমে ২০ শে জুন সোমবার সকালে নূর অটিজম বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে 

বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। নূর অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.যোবায়ের হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন 

করেন তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম ভূইয়া শাহীন।

এ সময় উপস্থিত থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের চিকিৎসা দেন কিশোরগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ফিজিও থেরাপি ডা. দ্বীন ইসলাম নয়ন।সেবা কার্যক্রমে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তীর নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম অংশ গ্রহন করে। 

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আলমাস হোসাইনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

 


আপনার মূল্যবান মতামত দিন: