সিলেটে ডাকাত আতঙ্ক, পুলিশ বলছে ‘গুজব’

সময় ট্রিবিউন | ১৯ জুন ২০২২, ২২:৫১

ছবি সংগৃহীত

সিলেটে ডাকাত আতঙ্ক, পুলিশ বলছে ‘গুজব’

ভয়াবহ বন্যার কবলে পড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বাসিন্দারা গোটা একটি রাত কাটিয়েছেন ডাকাত আতঙ্কে।

তবে ঘটনাটিকে গুজব বলছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি আলী মাহমুদ।

শনিবার গভীর রাতের দিকে এসব এলাকার মসজিদের মাইকে ডাকাত প্রবেশের কথা জানানোর পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওসি বলেন, “কোথাও কোন ডাকাতির ঘটনা ঘটেনি। গুজবে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।”

এর আগে মসজিদে মাইকিংয়ের পর সিলেট নগরীর বেশিরভাগ এলাকার মানুষ লাঠি, পাইপ ও রড নিয়ে রাস্তায় বেরিয়ে আসেন। অপরিচিত কাউকে পেলে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। মানুষের চিৎকারের শব্দ এ সময় আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

সিলেট নগরীর ভাতালিয়া এলাকার মাহবুব আহমদ বলেন, “রাতে ঘুমিয়ে পড়েছিলাম। মসজিদে মাইকিংয়ের পর আমাদের এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে এলাকার যুবক ও মুরব্বিরা মিলে এলাকায় পাহারা বসাই।”

একই অবস্থা ছিল নগরীর মধুশহীদ এলাকায়। সেখানকার বাসিন্দা আলিম উদ্দিন বলেন, এলাকাবাসীর আত্মরক্ষার্থে মধ্যরাতে রাস্তায় লাঠি হাতে পাহারা দিছি। এমনিতেই বন্যা আমাদের ক্ষতি করে দিয়েছে। তারমধ্যে যদি ডাকাতরা হানা দেয়, তাইলে আমাদের আর অস্তিত্ব থাকবে না।



আপনার মূল্যবান মতামত দিন: