কোনো কাজে পুলিশকে টাকা দেবেন না: চাটমোহরের ওসি

সময় ট্রিবিউন | ১৯ জুন ২০২২, ২২:৩৭

পাবনা প্রতিনিধি

পাবনার চাটমোহর থানার নতুন দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন কোনো কাজে পুলিশকে টাকা না দেওয়ার আহবান জানিয়েছেন।

শনিবার (১৮ জুন) সন্ধ্যায় থানার ওসির কক্ষে চাটমোহরে কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশে মানবিক পুলিশ হিসেবে কাজ করছি। মানুষের আস্থা অর্জন করতে চেষ্টা করে যাচ্ছি। এর আগে আতাইকুলা থানায় থাকতে থানাকে দালালমুক্ত করেছি। চাঁদাবাজি বন্ধ করেছি। চাটমোহর থানাকেও দালালমুক্ত করবো। কোনো কাজে পুলিশকে টাকা দেবেন না। কেউ টাকা নিলে আমাকে জানাবেন। চেষ্টা করছি পুলিশকে ইতিবাচক হিসেবে উপস্থাপন করতে।

ওসি জালাল উদ্দিন বলেন, যেকোনো ভাল কাজে সাংবাদিকদের সহযোগিতা চাই। সমস্যা ও মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক কাজ করতে চাই। যেহেতু আমার বাড়ি পাশের জেলা নাটোরে, সেকারণে চাটমোহরের সাংবাদিকদের সহযোগিতা বেশি করে চাইবো। আমি চাই আপনারা আমার ও অন্য পুলিশ সদস্যদের ভুলগুলো ধরিয়ে দেবেন, যাতে নিজেকে শুধরে নিয়ে সহকর্মীদের শুধরে দিতে পারি।

তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় সাধারণ মানুষ ন্যায় বিচার ও সঠিক আইনী সহায়তা পাবে। আপনারা আমাদের ভাল কাজ দেখিয়ে দেবেন, আমরা সেগুলো করতে চাই। আপনাদের সহযোগিতা থাকলে চাটমোহরের মানুষ উপকৃত হবে। এ সময় সাংবাদিকরা চাটমোহরের বেশকিছু সমস্যা তুলে ধরে সেগুলো সমাধানে কাজ করতে আহবান জানান।

মতবিনিময় সভায় থানার পরিদর্শক (তদন্ত) হাসান বাসির, এসআই আবুল কালাম আজাদ, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, দৈনিক করতোয়ার প্রতিনিধি আব্দুল মান্নান পলাশ, দৈনিক মানবজমিন প্রতিনিধি সঞ্জিত সাহা কিংশুক, সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, চ্যানেল২৪ এর পাবনা প্রতিনিধি শাহীন রহমান, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি ইকবাল কবির রঞ্জু, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি বকুল রহমান, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি এম এ জিন্নাহ, গণজাগরণ প্রতিনিধি জাকির সেলিম, বাংলাদেশের খবর প্রতিনিধি জাহাঙ্গীর আলম আপেল, দৈনিক চলনবিল প্রতিনিধি সাইফুল ইসলাম ও শরিফুর রহমান, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি তুষার ভট্টাচার্য, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি শিমুল বিশ্বাস, দৈনিক তৃতীয়মাত্রা প্রতিনিধি তোফাজ্জল হোসেন বাবু উপস্থিত ছিলেন।

ওসি জালাল উদ্দিনের বাড়ি নাটোরের বড়াইগ্রামে। ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে সন্তানের জনক। চাটমোহরের আগে তিনি আতাইকুলা থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন। তার আগে পাবনা সদর ও ফরিদপুর থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। গত ১৬ জুন চাটমোহর থানার ওসি হিসেবে যোগ দেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
    স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
  1. জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
    জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
  1. হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
    হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
  1. শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
    শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
  1. শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি
    শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি
  1. চট্টগ্রামে একদল তরুণদের উদ্যোগে আয়োজিত হলো “বই বিনিময় উৎসব”
    চট্টগ্রামে একদল তরুণদের উদ্যোগে আয়োজিত হলো “বই বিনিময় উৎসব”
  1. গাজা পুনর্গঠনে সময় লাগবে ৮০ বছর : জাতিসংঘ
    গাজা পুনর্গঠনে সময় লাগবে ৮০ বছর : জাতিসংঘ
  1. নিরাপদ ও পরিচ্ছন্ন উপজেলা উপহার দিতে আবারো নির্বাচনে আবু আসিফ
    নিরাপদ ও পরিচ্ছন্ন উপজেলা উপহার দিতে আবারো নির্বাচনে আবু আসিফ
  1. শেরপুরে শিক্ষা বৃত্তি প্রদান ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
    শেরপুরে শিক্ষা বৃত্তি প্রদান ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
  1. নিরাপদ ও স্বচ্ছ নির্বাচনের বৈশ্বিক পরিকল্পনা
    নিরাপদ ও স্বচ্ছ নির্বাচনের বৈশ্বিক পরিকল্পনা