মহামারী থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি রক্ষায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির বিশেষ পূজা

ফরিদপুর ব্যুরো | ১৫ জুন ২০২২, ২৩:২৯

সংগৃহীত

করোনা ও মহামারী থেকে মানবকুলকে রক্ষায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কমলেশ্বরদীতে সনাতনী ধর্মীয় রীতিতে ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠির আয়োজনে অনুষ্ঠিত হলো বিশেষ প্রার্থনা, পুজা অর্চনাসহ ধমীয় নানা আয়োজন। দুইশ বছরের ধারাবাহিকতায় দত্ত পাড়া, বড় মাহাতো পাড়া, ছোটো মাহতো পাড়ায় মঙ্গলবার বিকাল থেকে শুরু হওয়া এ আয়োজনের পরিসমাপ্তি ঘটে বুধবার সকালে। বিভিন্ন এলাকা থেকে আসা মতুয়া সম্প্রদায়ের কয়েকটি দল এ আয়োজনে যোগ দেন।

আয়োজক পক্ষে শ্যমল কুমার মাহাতো জানান, দুইশ বছর ধরে এখানে পুজা অর্চনা ও উৎসব হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বড় মাহাতো পাড়া হাজরা ভাটা শিব মন্দির ও সার্বজনীন দুর্গা মন্দির, বারোয়ারী মন্দির, রক্ষাচন্ডী মন্দিরে পুজা অর্চনাসহ ধর্মীয় আচারে নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।

পুজাকারী সজল ঠাকুর জানান, রক্ষাচন্ডী ঠাকুর মানবকুলকে মহামারী তথা ডায়রিয়া, কলেরা থেকে রক্ষা করেন, সৃষ্টি দেবতা ব্রক্ষা ঠাকুর ও শিতলা ঠাকুরের পুজা করা হচ্ছে প্রতিকুল প্রকৃতির বিরুপ আচরণ থেকে মানবকুলকে রক্ষায়। 


আপনার মূল্যবান মতামত দিন: