অন্য প্রতিষ্ঠানের নামে প্যাকেট করায় জরিমানা

পাবনা প্রতিনিধি | ১০ জুন ২০২২, ০৯:১৫

সংগৃহীত

নিজেদের মিলে উৎপাদিত নিম্নমানের চাল দেশের নামিদামি প্রতিষ্ঠানের নামে প্যাকেটজাত করে বিক্রির অপরাধে পাবনার ঈশ্বরদীর দু'টি রাইস মিলকে  জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক জাহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার উপজেলার দাশুড়িয়ার মুনসিদপুর এলাকায় অবস্থিত রোজ অটো রাইস মিল ও মল্লিক অটো রাইস মিলে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠান দুটি তাদের উৎপাদিত চাল নিজ প্রতিষ্ঠানের নামে প্যাকেটজাত না করে, প্রতারণার আশ্রয় নিয়ে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী স্পেশাল মিনিকেট নামে ব্রি ২৮-২৯ প্যাকেটজাত করে বিক্রি করে আসছিল।

এই অভিযোগে প্রতিষ্ঠান দুটিকে ৪০ হাজর টাকা করে করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অন্য প্রতিষ্ঠানের নামে বাজারজাতকরণের জন্য প্রস্তুতকৃত চালের বস্তা থেকে চাল ঢেলে রাখার নির্দেশ দেওয়া হয়। 

অভিযানে আরো উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শরিফুল ইসলাম, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সানোয়ার রহমান সহ ঈশ্বরদী থানা পুলিশের একটি দল।



আপনার মূল্যবান মতামত দিন: