তাড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা খুন -ঘাতক আটক

.সুমন মিয়া, তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধি | ১০ জুন ২০২২, ০১:১৩

সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের বান্দুলিয়া গ্রামের মো.আব্দুল কাদির (৪৩) নামে একজন রিকশা চালক ছেলের হাতে খুন হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে উপজেলা তালজাঙ্গা ইউনিয়নের বান্দলিয়া গ্রামের রিকশা চালক আব্দুল কাদির ছেলে মো.সোহলে মিয়া (২২) তার বৌয়ের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া শুরু হয় ওই ঝগড়া থামাতে বাবা আব্দুল কাদির গিয়ে গেলে

বাবার প্রতি কিপ্ত হয়ে ছেলের হাতে থাকা ধারালো দা দিয়ে বাবার শরীরে ও পিঠে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।তাদের চেঁচামেচিতে প্রতিবেশীরা এগিয়ে এসে আব্দুল কাদিরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ৯ জুন বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তাড়াইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ছেলেকে ধারালো দাসহ আটক করে থানায় নিয়ে আসে।এছাড়া মৃত আব্দুল কাদিরের লাশ কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়।

৯ জুন বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলার এ এসপি করিমগঞ্জ সার্কেল ইফতেখারুজ্জামান।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো.জয়নাল আবেদীন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পারিবারিক বিষয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে ঝগড়া শুরু হলে ছেলে সোহেল ধারালো দা দিয়ে তার বাবা আব্দুল কাদিরকে কুপিয়ে হত্যা করে।ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।এই বিষয়ে তাড়াইল থানায় একটি হত্যাকাণ্ড মামলা রুজু করার প্রস্তুতি চলছে।


আপনার মূল্যবান মতামত দিন: