ফরিদপুরের ভাঙ্গায় পাট ক্ষেত থেকে এনজিও কর্মীর লাশ উদ্ধার 

ফরিদপুর প্রতিনিধি | ৯ জুন ২০২২, ২৩:১৯

সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসভার চৌধুরীকান্দা গ্রামের একটি পাট ক্ষেত থেকে নুপুর সাহা(২৬) নামে এক নারী এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে পার্শবর্তী রায়পাড়া গ্রামের কার্তিক রায়ের স্ত্রী এবং ফরিদপুরের মধুখালী উপজেলার বড় গুয়ালদী গ্রামের সুনিল সাহার মেয়ে। 

জানা যায় , তার ৭ বছরের একটি সন্তান রয়েছে এবং সে ৭ মাসের অন্তঃস্বত্তা ছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বুধবার সন্ধ্যায় ওই গ্রামের একটি পাট ক্ষেত থেকে অর্ধ-বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

পারিবারিক সুত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে অফিসের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয় নুপুর। বিকেল গড়িয়ে সন্ধ্যা পার হলেও সে বাড়ীতে না ফেরায় তাকে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে গতকাল বিকেলে স্থানীয়রা ওই গ্রামের একটি পাট ক্ষেতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্বার করে।

 এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা,সহকারী পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

 

 



আপনার মূল্যবান মতামত দিন: