পাবনায় আইসক্রিম কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি | ৮ জুন ২০২২, ০৮:২২

সংগৃহীত

নিষিদ্ধ ঘনচিনি ব্যবহার ও বিএসটিআইয়ের লাইসেন্স হালনাগাদ না থাকায় পাবনার একটি আইসক্রিম কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র।

মঙ্গলবার (০৭ জুন) দুপুরে পাবনা পৌর সদরের বিসিক শিল্প নগরীতে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র পাবনা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক জহিরুল ইসলামের নেতৃ‌ত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জহিরুল ইসলাম বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জেলা প্রশাসকের নির্দেশনায় বিসিক শিল্প নগরীতে পলি মিল্ক আইসক্রিম নামক প্রতিষ্ঠানকে তদারকিমুলক এই কার্যক্রম প‌রিচালনা করা হ‌য়। অভিযানে বিএসটিআইয়ের লাইসেন্স হালনাগাদ না থাকা, আইসক্রিমে নিষিদ্ধ ঘনচিনি ব্যবহার,

লেবেল বিডিএস লোগো ব্যবহার, লেবেলে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় উক্ত প্রতিষ্ঠানটির মালিক বেলাল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযান পরিচালনা করতে সহায়তা প্রদান করেন পাবনা জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা রবিউল হাসান। জনস্বার্থে এ কার্যক্রম চলতে থাকবে বলে জানান জহিরুল ইসলাম।


আপনার মূল্যবান মতামত দিন: