আগুন নেভাতে গিয়ে প্রাণ দিলেন নোয়াখালীর ছেলে ফায়ার ফাইটার আলা উদ্দিন 

নোয়াখালী প্রতিনিধি | ৬ জুন ২০২২, ০৫:০৯

সংগৃহীত

 চট্টগ্রামের সীতাকুন্ডে কনটেইনার ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে নিখোঁজ ফায়ার ফাইটার মো. আলা উদ্দিনের (৩৬) মৃত্যু হয়েছে।  

রোববার দুপুরে নিহত আলা উদ্দিনের ভাই জহির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। নিহত আলাউদ্দিন নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদের ছেলে। আলা উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্তান হারিয়ে নির্বাক হয়ে আছেন বয়োবৃদ্ধ বাবা আবদুর রশিদ আর মা মমতাজ বেগম ‘আমার বাপে কই গেলো। তারে আমার কাছে আইনা দেন। সে কোনো দিন কারো সাথে খারাপ ব্যবহার করে নাই। আমার পোলারে আইনা দেন’ এমন বিলাপে ভারি হয়ে উঠছে বাড়ির পরিবেশ। স্বজন ও এলাকাবাসী মেনে নিতে পারছেন না এমন মৃত্যুর সংবাদ। বড় ভাই জহির উদ্দিন বলেন, আমরা ৬ ভাই ও ৪ বোন। আলা উদ্দিন আমার ছোট, আর ভাইদের মধ্যে পঞ্চম ভাই। প্রায় ১৫ বছর আগে সে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগ দেয়। সর্বশেষ সীতাকুন্ডের কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ছিলো। সে প্রথম ইউনিটের সদস্য হিসেবে আগুন নেভাতে কাজ করেছে। এরপর বিস্ফোরণের সময় থেকে নিখোঁজ ছিল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার নিহতের খবর এসেছে। তার স্ত্রী তাসলিমা সুলতানা ও ৬ বছরের একটা ছেলে আছে। উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ৯টার দিকে সীতাকুন্ডে ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকান্ডে হতাহতের ঘটনা ঘটে


আপনার মূল্যবান মতামত দিন: