শেরপুরে মা'কে হত্যা করে নদীতে ফেলা ঘাতক ছেলে গ্রেফতার

মোঃ রাজন মিয়া,শেরপুর প্রতিনিধি | ৪ জুন ২০২২, ০৪:৩৩

সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নিজপাড়া গ্রামে ভোগাই নদী থেকে এক গৃহিনীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

৩ জুন (শুক্রবার) সকালে লাশের মাথায় আঘাতের চিহ্নসহ ভোগাইনদী থেকে উদ্ধার করা হয় তাকে । 

পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী মৃত নুরভানু বেগম (৫৫) নামে এই নারীকে তার পুত্র ফারুক হোসেন হত্যা করে নদীতে ফেলে দিয়েছে।

এ ঘটনায় ঘাতক পুত্র ফারুক হোসেনকে আটক করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নিজপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী নুরভানুকে তার ঔরশজাত সন্তান ফারুক হোসেন (বৃহস্পতিবার) দিন বা রাতের কোনো এক সময় হত্যা করেছে এবং ঔ লাশ বাড়ি থেকে টেনে নিয়ে ভোগাই নদীতে ফেলে দিয়েছে।

বাড়ি থেকে নদীর তীর পর্যন্ত লাশ টেনে নেওয়ার দাগ এবং রক্তাক্ত চিহ্ন রাস্তায় লেগে আছে।

এদিকে শুক্রবার সকালে নদীর তীরে আটকে থাকা লাশ গ্রামবাসী দেখতে পায় এবং গ্রামের লোকজন নালিতাবাড়ী থানায় খবর দিলে খবর পেয়ে পুলিশ মৃত নূরভানু বেগমের লাশ উদ্ধার করে ।

হত্যাকারী নিশ্চিত হয়ে পুলিশ এ সময় মাকে হত্যার দায়ে পুত্র ফারুক হোসেনকে আটক করেছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল এই হত্যার ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নূরভানুর ভাই শরিয়তুল্লাহ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এদিকে নিহতের লাশ ময়না তদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান আছে।


আপনার মূল্যবান মতামত দিন: