দাখিল পরীক্ষার্থীদের দেওয়া হয়েছে বিদায় সংবর্ধনা

হালুয়াঘাট প্রতিনিধি | ৩ জুন ২০২২, ০৩:৫৪

সংগৃহীত

হালুয়াঘাট প্রতিনিধিঃ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ঐতিয্যবাহী গোরকপুর শহরুল উলুম দাখিল মাদ্রাসা থেকে এবছর দাখিল পরীক্ষায় ২০ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ওই ২০ জন শিক্ষার্থীদের মাদ্রাসার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার ধুরাইল ইউনিয়নের গোরকপুর এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের হলরোমে এ আয়োজন করা হয়। 

পবিত্র কুরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু করা হয়। এরপর বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে সংবর্ধনা দেয় বর্তমান বিভিন্ন ক্লাসে অধ্যয়নরত শিক্ষার্থীরা। উপহার হিসেবে বিদায়ীদের দেওয়া হয় পরীক্ষা উপকরণ।

মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি আঃ বারেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদ্রাসা সুপারেনটেনডেন্ট মাও. আইন উদ্দিন। এছাড়া আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক (গণিত) দুলাল উদ্দিন ,সহকারী শিক্ষক শরাফ উদ্দিন, স্থানীয় সাবেক মেম্বার আব্দুল ওয়াহাব প্রমুখ। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে লাবিব ও রিয়া বক্তব্য রাখেন। 

এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীও অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 

 

 


আপনার মূল্যবান মতামত দিন: