ফরিদপুরের নগরকান্দায় ভ্রুন হত্যার বিচার দাবীতে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি | ৩০ মে ২০২২, ০৪:১০

সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় গর্ভের ভ্রুন হত্যার বিচার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৪ টায় উপজেলার লস্করদিয়া ইউনিয়নের দাদপুর গ্রামের নারী ও শিশুসহ প্রায় দেড় শতাধিক সাধারণ মানুষ ভ্রুন হত্যার বিচার দাবীতে নগরকান্দা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনটির নেতৃত্ব দেন দাদপুর গ্রামের মুনসুন মাতুব্বরের ছেলে সাহিদুল মাতুব্বর।

অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, গত ৯ মার্চ ২০২২ বুধবার জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দাদপুর গ্রামের মৃত কাদের শেখের ছেলে এসকেন শেখ (৫০) ও সেকেন শেখের (৪১) সাথে তাদের চাচা মান্নান শেখের ছেলে ডাঃ এনায়েত শেখ (৪০), লিয়াকত শেখ (৩৭) ও কেরামত শেখ (৩৪) এর বিরোধ চলছিলো।

বিরোধের জেরে ঐ দিন দুপুরে এসকেন শেখকে মারধর করে চাচাতো ভাই এনায়েত শেখ , লিয়াকত শেখ ও কেরামত শেখ গংরা। এসময় স্বামীকে বাচাতে এসকেন শেখের স্ত্রী ৩ মাসের অন্তঃসত্ত্বা মর্জিনা বেগম (৩২) এগিয়ে এলে তাকেও বেধরক মারধর ও পেটে লাথি মারতে মারতে পাশের একটি পুকুরের মধ্যে ফেলে দেয় মারধরকারীরা । এসময় তার পেটে লাথির আঘাতে গর্ভের বাচ্চাটির মৃত্যু হয়।

এ নিয়ে নগরকান্দা থানায় অভিযোগ করতে গেলে প্রতিপক্ষের আধিপত্যের কারনে অভিযোগ করতে ব্যর্থ হয়।

পরবর্তীতে গত ১৪ মার্চ এসকেন শেখ বাদি হয়ে ফরিদপুরের আদালতে ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এতেও আসামিদের আধিপত্যের প্রভাবে ধরা ছোয়ার বাইরে থেকে যায় অভিযুক্ত ডাঃ এনায়েত, লিয়াকত ও কেরামতরা।

এ ঘটনায় অসহায় ভুক্তভোগী পরিবারটির পাশে দাড়িয়ে ২৯ মে রবিবার বিকাল ৪ টায় মানববন্ধনের আয়োজন করে গ্রামবাসী।

মানববন্ধনে উপস্থিত বক্তারা অভিযুক্ত ডা. এনায়েত, লিয়াকত ও কেরামতের দৃষ্টান্তমুলক কঠিন বিচার দাবী করেন।

 

 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. শেরপুরে 'বাংলাদেশের জীববৈচিত্র ও পরিবেশ রক্ষায় কুতথ্য প্রতিরোধের অপরিহার্যতা' শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত
    শেরপুরে 'বাংলাদেশের জীববৈচিত্র ও পরিবেশ রক্ষায় কুতথ্য প্রতিরোধের অপরিহার্যতা' শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত
  1. সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নিহত ৩
    সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নিহত ৩
  1. ফরিদপুরের আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড  ২২ টি গ্রাম
    ফরিদপুরের আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড  ২২ টি গ্রাম
  1. যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশির মৃত্যু
    যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশির মৃত্যু
  1. বাসায় মেডিকেল টিমের তত্বাবধানে খালেদা জিয়া
    বাসায় মেডিকেল টিমের তত্বাবধানে খালেদা জিয়া
  1. শেরপুরে রৌহা ইউপি চেয়ারম্যান সোহেলের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
    শেরপুরে রৌহা ইউপি চেয়ারম্যান সোহেলের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
  1. মসজিদে হেফজখানার ছাত্রদের নিয়ে ইফতার  করলেন  ছাত্রলীগের সভাপতি রিয়ান
    মসজিদে হেফজখানার ছাত্রদের নিয়ে ইফতার  করলেন  ছাত্রলীগের সভাপতি রিয়ান
  1. মেট্রোরেলের ৫২ শতাংশ যাত্রী র‍্যাপিড বা এমআরটি পাস ব্যবহার করছেন
    মেট্রোরেলের ৫২ শতাংশ যাত্রী র‍্যাপিড বা এমআরটি পাস ব্যবহার করছেন
  1. নয় বছর পর ঢাকা-ইতালী বিমানের ফ্লাইট চালু
    নয় বছর পর ঢাকা-ইতালী বিমানের ফ্লাইট চালু
  1. স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন ব্লিংকেন
    স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন ব্লিংকেন