তাড়াইল থানায় সেবা নিতে কোন টাকা লাগেনা : ওসি জয়নাল

মো.সুমন মিয়া, তাড়াইল প্রতিনিধি | ২৩ এপ্রিল ২০২২, ০২:৪৮

ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো.জয়নাল আবেদীন সরকার প্রতি শুক্রবার উপজেলার বিভিন্ন মসজিদে মসজিতে গিয়ে খুৎবার পূর্বে জন সচেতনতামূলক বয়ান পেশ করে মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, তাড়াইল থানায় আইনি সেবা নিতে পুলিশকে কোনো টাকা পয়সা দিতে হয় না।

জানা গেছে,আজ ২২শে এপ্রিল শুক্রবার উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া বাজার জামে মসজিদে খুৎবার পূর্বে তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো. জয়নাল আবেদীন সরকার মসজিদে আগত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন,ঈদ পূর্ববর্তী সময়ে চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি অপরাধ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সাধারণ জনগণকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। তাছাড়া তাড়াইল থানায় আইনি সেবা নিতে গেলে পুলিশকে কোনো রকম টাকা পয়সা দিতে হয় না।

তাড়াইল থানার পুলিশ যদি আইনি সেবা দিতে কারো কাছে অন্যায় ভাবে কোনোরকম টাকা পয়সা দাবি করেন তাহলে সরাসরি আমাকে জানাবেন, আমি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।



আপনার মূল্যবান মতামত দিন: