ধানক্ষেতে জাতীয় পতাকা

সময় ট্রিবিউন | ২৬ মার্চ ২০২২, ২২:৪৫

ধানক্ষেতে জাতীয় পতাকা

কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার গোত্রশাল গ্রামে এক ফসলি মাঠে দেখা যায় কলিম উল্লাহ নামের এক কৃষক ধানক্ষেতে জাতীয় পতাকা ফুটিয়ে তুলেছেন।

কৃষক কলিম উল্লাহ মনেপ্রাণে ভালোবাসেন কৃষিকাজ। তেমনি ভালোবাসেন লাল-সবুজের পতাকাকেও। তার কৃষিকর্মের মাধ্যমে ফসলি মাঠে ফুটিতে তুলেছেন জাতীয় পতাকা। সড়কের পাশে কৃষকের এমন শিল্পকর্ম দেখে থমকে দাঁড়ান পথিক। আগ্রহ নিয়ে জাতীয় পতাকার সৌন্দর্য দেখেন। প্রতিদিন শতশত মানুষ ক্যামেরার ফ্রেমে ধারণ করেন এ দৃশ্য।

কলিম উল্লাহ গণমাধ্যমকে বলেন, দুই ছেলে এক মেয়ে নিয়ে তার সংসার। ছেলেমেয়েরা পড়াশোনা করছেন। অনেক সংগ্রাম করে সংসার চালান। মানুষের জমি লিজ নিয়ে সবজি চাষ করতেন। উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার জোনায়েদ হোসেনের সহযোগিতায় ২০২১ সালে বীজ উৎপাদনের জন্য কৃষি মন্ত্রণালয় থেকে একটি লাইসেন্স পান। এরপর গোত্রশাল নিজ গ্রামে ৪২ শতক জমি লিজ নেন। সে জমিতে বীজ উৎপাদনের লক্ষ্যে বিড্রার বীজ ধান চাষ করছেন। মা, মাটি আর দেশকে ভালোবাসেন মনেপ্রাণে। দেশের প্রতি ভালোবাসা রেখে সম্মান জানিয়ে ধানক্ষেতেই ফুটিয়ে তুলেছেন জাতীয় পতাকা।

 


আপনার মূল্যবান মতামত দিন: