ছেলের ‘কিল-ঘুষিতে’ নিহত মা

ময়মনসিংহ প্রতিনিধি | ২২ মার্চ ২০২২, ২০:২৭

বৃদ্ধা

ময়মনসিংহ সদরে বৃদ্ধাকে হত্যা মামলায় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুষ্টিয়া ইউনিয়নের কোকিল গ্রামের পালপাড়া এলাকা থেকে সোমবার রাত ১১টার দিকে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার বেলা ১১টার দিকে হাফিজা খাতুনের সঙ্গে তার পুত্রবধূ হাজেরা খাতুনের ঝগড়া হয়। এ সময় হাজেরার স্বামী মান্নান মাকে কয়েকটি কিল-ঘুষি মারেন।

মামলার বরাতে তিনি জানান, সোমবার বেলা ১১টার দিকে হাফিজা খাতুনের সঙ্গে তার পুত্রবধূ হাজেরা খাতুনের ঝগড়া হয়। এ সময় হাজেরার স্বামী মান্নান মাকে কয়েকটি কিল-ঘুষি মারেন। এতে হাফিজা খাতুন মাটিতে লুটিয়ে পড়লে প্রতিবেশীরা তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

ওসি জানান, সোমবার সন্ধ্যায় হাফিজার আরেক ছেলে আব্দুল আজিজ তার ভাই মান্নানের নামে হত্যা মামলা করেন। এরপর রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মান্নানকে ময়মনসিংহ মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হবে।

 


আপনার মূল্যবান মতামত দিন: