আইসের ৫০ কোটি টাকার চালান জব্দ

সময় ট্রিবিউন | ৪ মার্চ ২০২২, ০১:৪৫

মিয়ানমার থেকে ঢাকায় চালানকালে মুন্সিগঞ্জের গজারিয়ায় ১২ কেজি আইস, ১ লাখ পিস ইয়াবা ও ৩ শতাধিক বার্মিজ ইনজেকশনসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব।

‌বুধবার রাতে উপজেলার মেঘনা নদী সংলগ্ন কাজিপুরা এলাকায় র্যাবের হেডকোয়াটারের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১৫ এর যৌথ অভিযানে এসব মাদক ও জড়িতদের আটক করা হয়।

‌এ সময় আটকদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এটিই এ পর্যন্ত জব্দ হওয়া ভয়ংকর মাদক আইসের সবচেয়ে বড় চালান বলে জানিয়েছে র‌্যাব।

‌র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল বিষয়টি নিশ্চিত করে জানান, মিয়ানমার থেকে চোরাই পথে এসব মাদক নিয়ে আসা হয়েছিল। সোনাদিয়া ক্যানেল ও মেঘনা নদী হয়ে ঢাকার অভিমুখে মাদকগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে চোরাচালানকারীদের অনুসরণ করা হয়। যখন তারা (চোরাচালানকারীরা) মেঘনা নদী থেকে গজারিয়ায় নামে তখন ৫ জনকে আটক ও এসব মাদক জব্দ করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা। টিম এখনো কাজ করছে। এর আগে এতবড় চালান কেউ ধরেনি। এ বিষয়ে প্রেসবিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব।


আপনার মূল্যবান মতামত দিন: