শুধু ডিসেম্বরেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল ৬৬ শিক্ষার্থী

সময় ট্রিবিউন | ২ জানুয়ারী ২০২২, ২৩:০৯

ছবিঃ সংগৃহীত

২০২১ সালে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন-সংগ্রাম হয়েছে। বিদায়ী বছরের নভেম্বর মাসে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ছিল রাজপথ। নানা প্রতিশ্রুতিতে আন্দোলন থেমে গেলেও সড়কে ঝরছে শিক্ষার্থীদের প্রাণ।

শনিবার (১ জানুয়ারি) রোড সেফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বছরের ডিসেম্বর মাসে ৩৮৩টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪১৮ জনের। এতে আহত হন ৪৯৭ জন। নিহতের মধ্যে নারী ৬৩ জন, শিশু ৪৯ জন।সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেক্ট্রনিক মাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি।

তারা বলছে, নিহতদের মধ্যে ৬৬ জন শিক্ষার্থী, ৯ জন শিক্ষক, ২৭ জন ব্যবসায়ী, ১৩ জন বিক্রয় প্রতিনিধি রয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৪৯টি জাতীয় মহাসড়কে সংঘটিত হয়েছে। দুর্ঘটনার মধ্যে ৫৮টি মুখোমুখি সংঘর্ষ, ১২৯টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১২৩টি পথচারীকে চাপা/ধাক্কা দিয়ে, ৬২টি যানবাহনের পেছনে ধাক্কা দেওয়া ও ১১টি অন্যান্য কারণে ঘটেছে।


আপনার মূল্যবান মতামত দিন: