স্বতন্ত্র পদে বিজয়ী চেয়ারম্যানের নানান কারবার

সময় ট্রিবিউন | ২ জানুয়ারী ২০২২, ০৯:০১

১০টি গরু জবাই করে ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষের জন্য এ আয়োজন করা হয়-ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে সোমভাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয় লাভ করে ২৫০ ডেকেরও বেশি বিরিয়ানি খাবারের আয়োজন করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আওলাদ হোসেন।

১০টি গরু জবাই করে ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষের জন্য এ আয়োজন করেন নবনির্বাচিত চেয়ারম্যান।

শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের দেপশাই স্কুল মাঠে এ গণভোজের আয়োজন করা হয়।

গণভোজের উদ্বোধন করেন ধামরাইয়ের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ।

তিনি বলেন, 'এর আগে অনেকেই চেয়ারম্যান হয়েছেন। তাদের অনেকে এখানে উপস্থিত আছেন। কিন্তু এমন গণভোজ আগে কখনো হয়নি। ধামরাইয়ের ইতিহাসে এটাই প্রথম।

নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আওলাদ হোসেন বলেন, 'গত ১১ নভেম্বর ধামরাই উপজেলা ইউপি নির্বাচনে সোমভাগ ইউনিয়নের জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমার জন্য  অনেকই হুমকি-ধামকি সহ্য করেছেন। তারপরও আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন তারা।'

তিনি বলেন, 'আমার কাছে ইউনিয়নবাসীর আজকের এই আয়োজনটা প্রাপ্য ছিল। এই আয়োজনও কম হয়ে গেছে। আমি কাজে বিশ্বাসী। ইউনিয়নের উন্নয়ন করতে চাই। আমার উন্নয়নের কথা যেন কয়েক প্রজন্ম পর্যন্ত পৌঁছে যায়।'

এ গণভোজের বিরিয়ানি রান্না করেছেন নারী-পুরুষসহ মোট ৯০ জন বাবুর্চি। প্রায় ২৭ হাজার মানুষকে খাওয়ানো হয়। দুরের অতিথিদের জন্য পরিবহনও ভাড়া করে দিয়েছেন চেয়ারম্যান।


আপনার মূল্যবান মতামত দিন: