ইউপি নির্বাচনে গুলিতে নিহত ১

সময় ট্রিবিউন | ২৭ ডিসেম্বর ২০২১, ১১:১৩

মরদেহ-প্রতীকী ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফলাফল দেওয়াকে কেন্দ্র করে গুলিতে একজন নিহত হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সদরের রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ আসান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

পুলিশ জানায়, সদরের রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ আসান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার। এ সময় ইউপি সদস্য মাসুদ রানার নাম উল্লেখ করে জয়লাভের ঘোষণা দিলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহ আলমের সমর্থকরা উত্তেজিত হয়ে পড়েন। পরবর্তীতে উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়ে পুলিশ গুলি চালালে হামিদুর রহমান নামে স্থানীয় এক ব্যক্তি নিহত হন।


আপনার মূল্যবান মতামত দিন: