ভর্তিচ্ছুদের সহায়তায় রবীন্দ্রনাথ ঠাকুর হল ছাত্রলীগ

মান্নান, জাবি প্রতিনিধি | ১৯ নভেম্বর ২০২১, ০৫:০১

ছবিঃ সংগৃহীত

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। 

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য-সহায়তা কেন্দ্রে দায়িত্ব পালন করেন নেতা-কর্মীরা। এ সময় তারা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ডিজিটাল ডিভাইস, মোবাইল, মানিব্যাগ, ইলেকট্রনিক ডিভাইস রাখার ব্যবস্থা করেন। দ্রুত সময়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে প্রতি বছরের মতো এবারও ছিল 'জয় বাংলা বাইক সার্ভিস' এর ব্যবস্থা।

ছাত্রলীগের তথ্যমতে, হলের নেতা-কর্মীরা প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে জয় বাংলা বাইক সার্ভিস দিয়ে থাকেন। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা বলেন, ছাত্রলীগ সর্বদা শিক্ষার্থী বান্ধব কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ভর্তি তথ্য ও সহায়তা কেন্দ্র স্থাপন করেছে। শিক্ষার্থীদের যেকোনো ধরনের সহায়তার পাশাপাশি, অভিবাবকদের জন্য সহায়তা কেন্দ্রে ও তারপাশে বসার ব্যবস্থা করা হয়েছে।

অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা তাদের প্রবেশপত্র হারিয়ে ফেলে, সে ক্ষেত্রে জরুরী অবস্থায় আমরা বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের সহযোগীতায় তাৎক্ষনিক প্রবেশপত্রের ব্যবস্থা করে থাকি। করোনা মহামারী মোকাবিলায় আমরা হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করছি। 

নেতা-কর্মীরা আরও জানান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার ও শৃঙ্খলা বজায় রাখতেও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ভূমিকা পালন করছেন। প্রতি বছরের ন্যায় এইবার ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাবিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে আসা শিক্ষার্থীদের সার্বিক সহায়তা প্রদান করতে ৯ নভেম্বর থেকে নিয়মিত কর্মসূচি পালন করে আসছে জাবি ছাত্রলীগ। সেই ধারাবাহিকতায় আজকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য ও অন্যান্য সকল ধরনের সহায়তা প্রদানের দায়িত্ব পালন করেছি আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ছাত্রলীগ। 

তথ্য সহায়তা ছাড়াও আমরা শিক্ষার্থীদের সার্জিক্যাল মাস্ক, বিশুদ্ধ পানি এবং বেশ কিছু শিক্ষার্থী যারা সময় স্বল্পতার কারনে পরীক্ষার হলে উপস্থিত হতে পারেনি তাদেরকে পরীক্ষার হলে পৌঁছে দিতে জয় বাংলা বাইক সার্ভিস প্রদান করছি। ভর্তিচ্ছু শিক্ষার্থী কিংবা সাধারণ শিক্ষার্থীদের যেকোন প্রয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সদা প্রস্তুত থাকবে।

এ সময় অভিজিৎ সিং, রামিম, জাহিদুল ইসলাম, রাফি, গাজ্জালী, মাজেদ, সুমন ও শিহাব সহ হল ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. উপজেলা নির্বাচন : শেরপুরের শ্রীবরদীতে জুয়েল, ঝিনাইগাতিতে বাদশা বিজয়ী
    উপজেলা নির্বাচন : শেরপুরের শ্রীবরদীতে জুয়েল, ঝিনাইগাতিতে বাদশা বিজয়ী
  1. ধান কাটার মৌসুম চলায় ভোটার উপস্থিতি কম : সিইসি
    ধান কাটার মৌসুম চলায় ভোটার উপস্থিতি কম : সিইসি
  1. উপজেলা নির্বাচন : ১৩৯ উপজেলায় চলছে ভোট
    উপজেলা নির্বাচন : ১৩৯ উপজেলায় চলছে ভোট
  1. পরকীয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা
    পরকীয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা
  1. নির্বাচনে এমপি মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে ব্যবস্থা : সিইসি
    নির্বাচনে এমপি মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে ব্যবস্থা : সিইসি
  1. উপজেলা নির্বাচন : মাঠে থাকবে ৪১৮ প্লাটুন বিজিবি
    উপজেলা নির্বাচন : মাঠে থাকবে ৪১৮ প্লাটুন বিজিবি
  1. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
    স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
  1. জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
    জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
  1. হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
    হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
  1. শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
    শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ