জাবিতে ভর্তি পরীক্ষা শুরু 

মান্নান, জাবি প্রতিনিধি | ১০ নভেম্বর ২০২১, ০১:০২

ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ২০২০- ২০২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। 

আজ ৯ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৯ টায় জীববিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।

প্রতি বছর পরীক্ষার্থী উপস্থিতি বেশী থাকলেও আজ অনুষ্ঠিত ‘ডি’ ইউনিটের প্রথম দুই শিফটের পরীক্ষায় ৭০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিল। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরিবহন ধর্মঘট এবং পরীক্ষার্থীদের হলে থাকার অনুমতি না দেয়ায় উপস্থিতি কম। 

প্রতিদিন ৫ টি শিফটে অনুষ্ঠিত হবে পরীক্ষা। আজ ৯ নভেম্বর জিববিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটি, ১১ নভেম্বর ‘এইচ’ ও ‘জি’ ইউনিট, ১৪ নভেম্বর ‘বি’ ইউনিট, ১৫ নভেম্বর ‘এফ’ ইউনিট, ১৬ নভেম্বর ‘ই’ ইউনিট ও ‘সি-১’ ইউনিট, ১৮ নভেম্বর ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

পরিবহন ধর্মঘটেরে কারণে স্থগিত হওয়া ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ ও ২ নভেম্বর।

এ বছর ১ হাজার ৮৮৯ টি আসনের বিপরীতে ৩ লাখ ৮ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রতি আসনের বিপরীতে ১৬৩ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।


আপনার মূল্যবান মতামত দিন: