সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে পবিপ্রবিতে ছাত্রলীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

পবিপ্রবি প্রতিনিধি | ২৩ অক্টোবর ২০২১, ০২:৫৮

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি কুমিল্লা, চাঁদপুর, ফেনী ও রংপুরের পীরগঞ্জসহ সারাদেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক হামলা, পূজামণ্ডপ ও হিন্দুদের বসতবাড়ি ভাংচুরের ঘটনার প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রলীগ ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ করেছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকাল ৪টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা চত্বর থেকে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বর, ২য় গেট এবং কৃষি অনুষদ প্রদক্ষিন করে শেখ হাসিনা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় প্রায় কয়েকশ’ ছাত্রলীগ নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রায় অংশ নেন। সমাবেশে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন বর্তমানের এই পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সেই সাথে তারা সাম্প্রদায়িকতাকে পুজি করে অরাজকতা সৃষ্টি কারী অপশক্তিকে কঠোর হস্তে দমন করার হুশয়ারি দেন।



আপনার মূল্যবান মতামত দিন: