সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল

সময় ট্রিবিউন | ১৯ অক্টোবর ২০২১, ০৭:২০

দেশব্যাপী বিভিন্ন মন্দিরে হামলা, তাণ্ডব ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় সোমবার সন্ধ্যায় প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে মশাল মিছিল করেছে কয়েকটি সংগঠন-ছবি সংগৃহীত

দেশব্যাপী বিভিন্ন মন্দিরে হামলা, তাণ্ডব ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় সোমবার সন্ধ্যায় প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে মশাল মিছিল করেছে কয়েকটি সংগঠন।

গণজাগরণ মঞ্চের সংগঠকরদের আয়োজনে শাহবাগ থেকে একটি মশাল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা প্রদক্ষিণ করে 'নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ'৷  

সন্ধ্যা ৭টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসি থেকে আরেকটি মশাল মিছিল বের হয়৷ 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী'দের ব্যানারে এই মিছিলটির নেতৃত্বে দেন ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান সৈকত৷

মিছিল শেষে সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ে গ্রেপ্তারের দাবি জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি চাওয়া হয়৷ হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে আগামী ১৯ এবং ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কালো ব্যাজ ধারণ কর্মসূচির ঘোষণা দেন ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান সৈকত৷

এ ছাড়াও, সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে আলোর মিছিল বের করে ছাত্র অধিকার পরিষদ৷ পরে এ মিছিল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়৷ এ সময় তারা সাম্প্রদায়িকতার বিচার বিভাগীয় তদন্ত, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, সংখ্যালঘুদের নিরাপত্তা দাবি পেশ করে৷


আপনার মূল্যবান মতামত দিন: