বেরোবিতে ‘ক’ ইউনিটের গুচ্ছ পদ্ধতি ভর্তি পরীক্ষা সম্পন্ন

বেরোবি প্রতিনিধি | ১৭ অক্টোবর ২০২১, ২২:৫১

ছবিঃ সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা স্নাতক সম্মান প্রথম বর্ষ (২০২০-২১) শিক্ষাবর্ষের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের চারটি একাডেমিক ভবনে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেয় শিক্ষার্থীরা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কেন্দ্রে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য ৩৬০০জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে।

একটি ভর্তি পরীক্ষা দিয়েই ২০ টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হওয়ায় স্বস্থি প্রকাশ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে কাজ করে যাচ্ছি। ক ইউনিটের পরিক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আশা করছি অন্যান্য ইউনিটের পরীক্ষাগুলিও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। 


আপনার মূল্যবান মতামত দিন: