অবশেষে খুলে দেওয়া হল বরিশাল বিশ্ববিদ্যালয়ে হল

সময় ট্রিবিউন | ৫ অক্টোবর ২০২১, ০৮:১৭

বরিশাল বিশ্ববিদ্যালয়-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ বন্ধের পর সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩টি আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। তবে, আগামী ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল আহমেদ রুমি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সকালে বিশ্ববিদ্যালয়ের গেটে শিক্ষার্থীদের পরিচয় পত্র, টিকার কার্ড ও তাপমাত্রা পরীক্ষা করে হলে প্রবেশ করতে দেওয়া হয়। পরে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন ৩টি হল পরিদর্শন করেন। সে সময় তিনি শিক্ষার্থীদের যে কোনো সমস্যা হলে তাৎক্ষনিকভাবে কর্তৃপক্ষকে জানাতে বলেন।'

তিনি জানান, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ৮০ ভাগ শিক্ষার্থী টিকার জন্য নিবন্ধন করেছেন এবং ৬০ ভাগের মতো টিকা নিতে পেরেছেন।


আপনার মূল্যবান মতামত দিন: