কুবিতে দ্রুতগতিতে বাইক চালানোর দায়ে দুই বহিরাগতকে আটক

কুবি প্রতিনিধি | ২৪ জানুয়ারী ২০২৪, ২০:৫৮

কুবিতে দ্রুতগতিতে বাইক চালানোর দায়ে দুই বহিরাগতকে আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অভ্যন্তরীণ রাস্তায় দ্রুত গতিতে মোটর সাইকেল চালানোর দায়ে বহিরাগত দুই যুবককে আটক করে প্রক্টরিয়াল বডি। পরবর্তীতে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তায় ক্যাফেটেরিয়ার সামনে থেকে দুজনকে আটক করে প্রক্টরিয়াল বডি।

আটককৃতরা হলেন- গন্ধমতী বড় কবরস্থান মোড়ের বাসিন্দা মোঃ আলীর ছেলে জাবের হোসেন এবং আবদুল বারেকের ছেলে মোঃ সজীব হাসান।


প্রত্যক্ষদর্শীদের সূত্র মতে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে প্রক্টরিয়াল বডি দুই মোটর সাইকেল আরোহীকে আটকে দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণ জিজ্ঞেস করলে আটককৃতদের মধ্যে একজন "গাড়ি আছে তাই গাড়ি চালাবো" বলে মন্তব্য করেন। এরপর এক পর্যায়ে প্রক্টরিয়াল বডির সাথে বাগবিতণ্ডায় জড়ায় বহিরাগতরা। এরপর বিশ্ববিদ্যালয়ের আনসারদের সহযোগিতায় প্রক্টর অফিসে নিয়ে আসা হয় বহিরাগতদের।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, 'তাদেরকে দ্রুত গতিতে বাইক চালানোর দায়ে আটক করা হয়েছে। পরবর্তীতে যাতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এই ধরণের ঘটনা না ঘটানোর জন্যে মুচলেকা নেওয়া হয়েছে।'


আপনার মূল্যবান মতামত দিন: