সুপার ওভারের নাটকীয়তা শেষে টসে ভাগ্য নির্ধারণ

কুবি প্রতিনিধি | ২৬ ডিসেম্বর ২০২৩, ১৯:২৬

সুপার ওভারের নাটকীয়তা শেষে টসে ভাগ্য নির্ধারণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে সুপার ওভারের নাটকীয়তা শেষ করে টসের মাধ্যমে কোয়াটার ফাইনাল নিশ্চিত করে প্রত্নতত্ত্ব বিভাগ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে ইংরেজি ও প্রত্নতত্ত্ব বিভাগের মধ্যকার ম্যাচে প্রথমে ইংরেজি বিভাগ ব্যাটিং করে ১০ ওভারে ১১৯ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয়। জবাবে প্রত্নতত্ত্ব বিভাগ ১০ ওভারে ১১৮ রান করে ড্র করে।


এরপর সুপার ওভারে ব্যাটিংয়ে নেমে প্রত্নতত্ত্ব বিভাগ ১০ রানের লক্ষ্য ধার করায়। জবাবে ইংরেজি বিভাগও কাকতালীয় ভাবে ৯ রান করে পুনরায় ম্যাচ ড্র করে ।

পরবর্তীতে টসে মাধ্যমে কোয়াটার ফাইনালে পৌঁছে যায় প্রত্নতত্ত্ব বিভাগ।



আপনার মূল্যবান মতামত দিন: