জাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে

জাবি প্রতিনিধি | ২১ জুন ২০২৩, ০৫:২৬

ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বি, সি ও ই ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে এই ফলাফল দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ বলেন, চলতি বছর বি ইউনিটের পরীক্ষায় আইন অনুষদসহ ৩৮৬টি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছে ৩১ হাজার ৭২৭ জন শিক্ষার্থী। পাস করেছে নয় হাজার ৭৬৪ জন। পাসের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ।
 
বি ইউনিটের ছাত্র–ছাত্রীদের পৃথক দুইটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছাত্রদের প্রথম শিফটে ৫৭ জন ও দ্বিতীয় শিফটে ১৩৬ জন ভর্তি–ইচ্ছুক মেধা তালিকায় স্থান পেয়েছে। অপরদিকে ছাত্রীদের প্রথম শিফটে মাত্র ২২ জন ও দ্বিতীয় শিফটে ১৭১ জন ভর্তি–ইচ্ছুক মেধা তালিকায় স্থান পেয়েছে। 

ই ইউনিটের তথা বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা জানান, ২০০টি আসনের বিপরীতে এবার পরীক্ষা দিয়েছে ১৩ হাজার ৬৩৩ জন। পাসের হার ৪৪ দশমিক ৩৮ শতাংশ। 
এ ছাড়া সি ইউনিটের অধীনে কলা ও মানবিক অনুষদে ৩৮৮টি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছে ৩২ হাজার ৫১০ জন শিক্ষার্থী। পাস করেছে ১৮ হাজার ৬৯০ জন। পাসের হার ৭৭ দশমিক ৫ শতাংশ। 

 


আপনার মূল্যবান মতামত দিন: