ভাষার নৈকট্য তৈরি করেছেন রবীন্দ্রনাথ: ইবি ভিসি

ইবি প্রতিনিধি | ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৪

সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. আবদুস সালাম বলেন, আত্মার মুক্তি এটা সবচেয়ে মানবধর্ম। আমরা মানবতার পুজা করি। ইরান ইরাকে ভাষা এবং ভাবনার নৈকট্য তৈরি করেছেন রবীন্দ্রনাথ।

তিনি আরো বলেন, সাহিত্যের ক্ষেত্রে যে সেসব শিক্ষক-শিক্ষার্থীদের তৃষ্ণা আছে, তাদের যদি আকৃষ্ট করতে পারি তাহলে আমরা সমৃদ্ধ হবো। গোটা বাংলাদেশ সমৃদ্ধ হবে। মানুষের ভাবের বিনিময় ঘটবে। ভাব ভাবনা থেকে নৈকট্য তৈরি হবে। আমরা যে মানবিক পৃথিবী গড়তে চাই সেটা সহজ হবে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারিতে আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 'আরব বিশ্বে ঠাকুর ও তার  উত্তরাধিকার' বিষয়ক শিরোনামে আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করে  আরবি ভাষা ও সাহিত্য বিভাগ।

সেমিনারে আরবি ও ভাষা সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. আবদুল মোত্তালিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়া। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবি ও পার্সিয়ান বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. ইসরাত আলী মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক সেমিনার নির্বাহী কমিটির আহবায়ক প্রফেসর ড. তোজাম্মেল হোসেন। এসময় প্রায় দুই শতাধিক বিভাগের শিক্ষক- শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন প্রফেসর ড. এ কে এম শামছুল হক সিদ্দিকী ও প্রফেসর ড. রফিকুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, কবিগুরো ভ্রমণ পিপাসু ছিলেন। এজন্য তিনি অনেক দেশে ভ্রমণ করতেন। নন ইউরোপিয়ান হিসেবে নোবেল প্রাইজ পেয়েছেন। এটা গর্বের। তিনি ছিলেন একত্ববাদীর কবি। রবীন্দ্রনাথ তার সাহিত্যের মাধ্যমে আরবদের প্রভাবিত করেছিলেন। তেমনি আরবদের দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. উপজেলা নির্বাচন : শেরপুরের শ্রীবরদীতে জুয়েল, ঝিনাইগাতিতে বাদশা বিজয়ী
    উপজেলা নির্বাচন : শেরপুরের শ্রীবরদীতে জুয়েল, ঝিনাইগাতিতে বাদশা বিজয়ী
  1. ধান কাটার মৌসুম চলায় ভোটার উপস্থিতি কম : সিইসি
    ধান কাটার মৌসুম চলায় ভোটার উপস্থিতি কম : সিইসি
  1. উপজেলা নির্বাচন : ১৩৯ উপজেলায় চলছে ভোট
    উপজেলা নির্বাচন : ১৩৯ উপজেলায় চলছে ভোট
  1. পরকীয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা
    পরকীয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা
  1. নির্বাচনে এমপি মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে ব্যবস্থা : সিইসি
    নির্বাচনে এমপি মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে ব্যবস্থা : সিইসি
  1. উপজেলা নির্বাচন : মাঠে থাকবে ৪১৮ প্লাটুন বিজিবি
    উপজেলা নির্বাচন : মাঠে থাকবে ৪১৮ প্লাটুন বিজিবি
  1. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
    স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
  1. জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
    জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
  1. হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
    হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
  1. শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
    শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ