রাবিতে 'উচ্চশিক্ষার দর্শন ও বাণিজ্যিকীকরণ'– শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আলিম খান ফারহান | ২২ আগষ্ট ২০২২, ০৯:৫৮

সংগৃহীত

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে 'উচ্চশিক্ষার দর্শন ও বাণিজ্যিকীকরণ' শীর্ষক সেমিনার ২০ শে আগস্ট শনিবার বিকাল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হয়।

সংগঠনটির রাবি শাখার সংগঠক ফুয়াদ রাতুলের সঞ্চালনায় সেমিনারে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বখতিয়ার আহমেদ এবং ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সালমান সিদ্দিকী। উপস্থিত ছিলেন ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম কর।

বক্তারা বলেন, "শিক্ষার অধিকার সর্বজনীন। কিন্তু সরকার- রাষ্ট্র প্রতিনিয়ত জনগণকে শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য তৎপর। যতদিন যাচ্ছে শিক্ষার অধিকার সংকুচিত এবং অগণতান্ত্রিক হয়ে পড়ছে।

১৯৬২ এবং ১৯৮৩ সালে ছাত্ররা বুকের রক্ত দিয়ে যে সর্বজনীন শিক্ষার দাবি তুলেছিলো তার বিরুদ্ধে শাসক শ্রেণির কাছ থেকে প্রবল আঘাত এসেছে। শিক্ষার মানের দোহাই পেড়ে শিক্ষার যতটুকু অধিকার ছিলো তাকেও সংকুচিত করা হচ্ছে।"

বক্তারা আরও বলেন, “২০০৬ সালে বিশ্বব্যাংকের পরামর্শে বাংলাদেশ সরকার ২০ বছর মেয়াদী (২০০৬-২৬) কৌশলপত্র তৈরি করে। এর মূল কথা হলো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে রাষ্ট্রীয় বরাদ্দ কমিয়ে দেয়া এবং অভ্যন্তরীন আয়ে বিশ্ববিদ্যালয় পরিচালিত করা। এর ফলে ছাত্রদের বেতন -ফি বাড়ছে এবং শিক্ষার্থীরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আর এভাবেই বিশ্ববিদ্যালয় গুলোতে বানিজ্যিক তৎপরতা বাড়ার মাধ্যমে শিক্ষার সংকট তীব্র হচ্ছে।”

পরিশেষে, বক্তারা শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে ছাত্র-শিক্ষকসহ গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।



আপনার মূল্যবান মতামত দিন: