বন্যার্তদের পুনর্বাসনে গবির অগ্নিসেতুর নগদ অর্থ প্রদান

আখলাক, গবি প্রতিনিধিঃ | ২৮ জুলাই ২০২২, ০৭:৫১

সংগৃহীত

সিলেট ও সুনামগঞ্জের বানভাসি মানুষদের পুনর্বাসনে গণস্বাস্থ্য কেন্দ্রকে চল্লিশ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) শাখার অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদ।

বুধবার (২৭ জুলাই) দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের দূর্যোগ ব্যবস্থাপনা শাখায় নগদ অর্থের চেক প্রদান করেন অগ্নিসেতুর সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক ডা. মঞ্জুরুল কাদের আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ডা. রেজাউল হক, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ফিজিওথেরাপি ইউনিটের সহকারী অধ্যক্ষ নাসিমা ইয়াসমিন, এইসআই ডিপার্টমেন্টের পরিচালকসহ ফাইন্যান্স ম্যানেজার রাজিব মুন্সি এবং অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকসহ গণ বিশ্ববিদ্যালয়ের অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদের বর্তমান কমিটির সকল সদস্যবৃন্দ।

এসময়, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ফিজিওথেরাপি ইউনিটের সহকারী অধ্যক্ষ নাসিমা ইয়াসমিন বলেন, বন্যার্তদের সহায়তায় কাজ করায় এবং অর্থ সহায়তা প্রদানের জন্য অগ্নিসেতুর সদস্যবৃন্দকে অভিনন্দন। সকল শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি মানবিক কাজে  এগিয়ে আসা উচিত। যেকোন দুর্যোগে শিক্ষার্থীদের একজোট হয়ে কাজ করার আহবান জানাচ্ছি।

উল্লেখ্য, গত একমাস ধরে অগ্নিসেতুর বুথের মাধ্যমে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তায় এ অর্থ সংগ্রহ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত গণ বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনটি।


আপনার মূল্যবান মতামত দিন: