রাবির ভর্তি পরীক্ষার শিফট ভিত্তিক রোল প্রকাশ

রাবি সংবাদদাতা | ২০ জুলাই ২০২২, ০২:৪২

সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার শিফট ভিত্তিক রোল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞাপ্তিতে বলা হয়, আগামী ২৫ জুলাই সি ইউনিট (বিজ্ঞান), ২৬ জুলাই এ ইউনিট (মানবিক) এবং ২৭ জুলাই বি ইউনিটের (বানিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

২৫ জুলাই সি ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে ১০টা। এই শিফটে বিজ্ঞানের ১০০০১-২৭৬৮৩ রোল এবং অ-বিজ্ঞানের ৯০০০১-৯১৬৭৫ পর্যন্ত রোলের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় শিফটে বেলা ১১ থেকে ১২টা পর্যন্ত বিজ্ঞানের ৩০০০১-৪৭৬৮৪ রোল, তৃতীয় শিফটে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিজ্ঞানের ৫০০০১-৬৭৬৮৪ রোল ও চতুর্থ শিফটে বেলা ৩- ৩০টা থেকে ৪-৩০টা পর্যন্ত বিজ্ঞানের ৭০০০১-৮৭৬৮৪ রোলের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৬ জুলাই এ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম শিফটে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ১০০০১-২৬৮১০ রোল, দ্বিতীয় শিফট বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ৩০০০১-৪৬৮০৯ রোল, তৃতীয় শিফট দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ৫০০০১-৬৬৮০৯ রোল ও চতুর্থ শিফটে বেলা ৩-৩০টা থেকে ৪-৩০টা পর্যন্ত ৭০০০১-৮৬৮০৯ রোলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৭ জুলাই ‘বি ইউনিটে’ পরীক্ষা তিন শিফটে অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রথম শিফটে বানিজ্যের ১০০০১-২৭৭১১ রোল, বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফটে বিজ্ঞানের ৫০০০১-৬২৪৩৭ রোল এবং দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মানবিকের ৭০০০১-৭৮৪৭৩ রোলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

উল্লেখ্য, ২০২১-২২ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে অংশ নিচ্ছেন ১ লাখ ৭৮ হাজার ২৬৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে ‘এ ইউনিটে’ ৬৭ হাজার ২৩৭ জন। ‘বি ইউনিটে’ ৩৮ হাজার ৬২১ জন এবং ‘সি ইউনিটে’ ৭২ হাজার ৪১০ জন শিক্ষার্থী রয়েছে। এই তিন ইউনিটে মোট আসন সংখ্যা ৪ হাজার ২০টি। প্রতিটি আসনের বিপরীতে লড়বে ৪৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। 


আপনার মূল্যবান মতামত দিন: