রাবিতে ঢাবির 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ৪ জুন ২০২২, ০০:৩৪

সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক কেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘গ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি যুদ্ধ শুরু হয়েছে।

শুক্রবার (৩ জুন) বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে । প্রথম দিনে ১৮৬৩ জন পরীক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করেছেন।

এ বছর ‘গ’ ইউনিটে ৯৩০টি আসনের বিপরীতে ৩৩ হাজার ৬৯৩ জন ভর্তিচ্ছু৷ সে হিসাবে প্রতি আসন বিপরীতে লড়ছেন ৩৬ জন শিক্ষার্থী৷ 

গত বছরের মতো এবারও ‘গ’ ইউনিটে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট আর লিখিত পরীক্ষা হবে ৪৫ মিনিট। এ পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের ওপর ২০ নম্বর যোগ করে মেধাতালিকা প্রস্তুত করা হবে।

ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, উপাচার্যদ্বয় চৌধুরী মো জাকারিয়া ও সুলতান -উল ইসলাম, প্রক্টর অধ্যাপক আসাবুল হক এবং ছাত্র উপদেষ্টা তারেক নুর। 

 


আপনার মূল্যবান মতামত দিন: