ছাত্রদলের সেক্রেটারী জুয়েলকে গ্রেফতারের দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের ২৪ ঘন্টার আলটিমেটাম

ঢাবি প্রতিনিধি | ২৪ মে ২০২২, ০০:৪৫

ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে আজ (২৩মে) এই দাবি জানানো হয়েছে।

লিখিত প্রতিবাদ লিপিতে বলা হয়েছে যে, "বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে কটূক্তির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সেই সাথে অছাত্রদের সন্ত্রাসী সংগঠন ছাত্রদলের সাধারণ সম্পাদক কুলাঙ্গার সাইফ আহমেদ জুয়েলকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। দীর্ঘসময় ধরে সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শান্ত পরিবেশ বিরাজ করছে। এখন আর কোন ক্যাম্পাস বন্ধ ঘোষণা হয়না। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা-কার্যক্রম যথাসময়ে শেষ করে যোগ্যতা অনুযায়ী নিজ নিজ পেশায় যুক্ত হয়ে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হচ্ছেন। এখন শিক্ষার্থীদেরকে আর সেশনজটে ভুগতে হয়না। গুলির শব্দে ঘুম ভাঙেনা শিক্ষার্থীদের। শিক্ষাঙ্গনের বর্তমান শান্ত পরিবেশটাই শিক্ষার্থীরা সবসময় প্রত্যাশা করে। সন্ত্রাসী সংগঠন ছাত্রদলের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির আহবান বারবার ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এদেশের শিক্ষার্থী সমাজ। অছাত্রদের সংগঠন ছাত্রদলের সন্ত্রাসকে অবশ্যই প্রতিহত করবে এদেশের শিক্ষার্থী সমাজ। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে এগিয়ে যাচ্ছে। বিশ্বের দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সেই উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা সহ্য করতে না পেরে স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামাতের দোসররা আবার রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এদের মূল উদ্দেশ্য হচ্ছে যে, সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা তৈরীর মাধ্যমে বাংলাদেশকে ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় অছাত্রদের সন্ত্রাসী সংগঠন ছাত্রদল গতকাল বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে কটাক্ষ করে বক্তব্য দিয়ে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে।

বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও শেখ হাসিনার প্রশ্নে সবসময় আপোষহীন থাকবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট আহবান, দেশের সরকার প্রধানকে নিয়ে এধরনের ন্যাক্কারজনক বক্তব্য দেয়ার অপরাধে সন্ত্রাসী সংগঠন ছাত্রদলের সাধারণ সম্পাদক কুলাঙ্গার সাইফ মাহমুদ জুয়েলকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। রাজনীতির নামে অতীতের আগুন সন্ত্রাসসহ দেশে প্রতিনিয়ত বিশৃঙ্খলা তৈরীর অপরাধে অছাত্রদের সন্ত্রাসী সংগঠন ছাত্রদলের রাজনীতি জঙ্গি সংগঠন ছাত্রশিবিরের ন্যায় সমগ্র দেশে নিষিদ্ধ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আহবান, ক্যাম্পাসে উস্কানীমূলক বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশুনার সুষ্ঠু পরিবেশ ব্যাহত করার অপরাধে অবৈধ সামরিক শাসক স্বৈরাচার জিয়ার সন্ত্রাসী সংগঠন ছাত্রদলকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। অন্যথায় অছাত্র সন্ত্রাসীদের সংগঠন ছাত্রদলের সাধারণ সম্পাদক কুলাঙ্গার সাইফ মাহমুদ জুয়েলকে যেখানেই পাওয়া যাবে সেখানেই শক্ত হাতে প্রতিহত করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।"


আপনার মূল্যবান মতামত দিন:


  1. নওগাঁর সীমান্তে গুলিতে নিহত যুবকের মৃতদেহ ফেরত দিলো  বিএসএফ
    নওগাঁর সীমান্তে গুলিতে নিহত যুবকের মৃতদেহ ফেরত দিলো বিএসএফ
  1. ময়মনসিংহের কোতোয়ালি থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ১৮
    ময়মনসিংহের কোতোয়ালি থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ১৮
  1. শেরপুরে 'বাংলাদেশের জীববৈচিত্র ও পরিবেশ রক্ষায় কুতথ্য প্রতিরোধের অপরিহার্যতা' শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত
    শেরপুরে 'বাংলাদেশের জীববৈচিত্র ও পরিবেশ রক্ষায় কুতথ্য প্রতিরোধের অপরিহার্যতা' শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত
  1. সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নিহত ৩
    সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নিহত ৩
  1. ফরিদপুরের আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড  ২২ টি গ্রাম
    ফরিদপুরের আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড  ২২ টি গ্রাম
  1. যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশির মৃত্যু
    যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশির মৃত্যু
  1. বাসায় মেডিকেল টিমের তত্বাবধানে খালেদা জিয়া
    বাসায় মেডিকেল টিমের তত্বাবধানে খালেদা জিয়া
  1. শেরপুরে রৌহা ইউপি চেয়ারম্যান সোহেলের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
    শেরপুরে রৌহা ইউপি চেয়ারম্যান সোহেলের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
  1. মসজিদে হেফজখানার ছাত্রদের নিয়ে ইফতার  করলেন  ছাত্রলীগের সভাপতি রিয়ান
    মসজিদে হেফজখানার ছাত্রদের নিয়ে ইফতার  করলেন  ছাত্রলীগের সভাপতি রিয়ান
  1. মেট্রোরেলের ৫২ শতাংশ যাত্রী র‍্যাপিড বা এমআরটি পাস ব্যবহার করছেন
    মেট্রোরেলের ৫২ শতাংশ যাত্রী র‍্যাপিড বা এমআরটি পাস ব্যবহার করছেন