রাবিতে ‘প্রজন্ম ওয়েভ চলচ্চিত্র উৎসব’ অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি | ১ এপ্রিল ২০২২, ০৯:৫৮

প্রজন্ম ওয়েভ চলচ্চিত্র উৎসব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘প্রজন্ম ওয়েভ চলচ্চিত্র উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (আরইউসিসি) এর আয়োজন করে। 

আমেরিকা এম্বাসির প্রজেক্ট হিসেবে ফেস্টিভালটি অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রজন্ম ওয়েভের ৩ টি স্বল্প দৈর্ঘ্যরে চলচ্চিত্র দেখানো হয়। 

‘মর্নিং কফি’ নামে প্রথম চলচ্চিত্রটি ব্যাক্তির মত প্রকাশের স্বাধীনতার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যার নির্মাতা বাশার জর্জিস। প্রদর্শনীতে বাশার জর্জিসের ‘দেয়াল’ নামে আরেকটি চলচ্চিত্র দেখানো হয়। যেটিতে বাংলাদেশের অসম্প্রদায়িকতার বিষয়টি তুলে ধরা হয়। যার মূল বাণী ছিল ‘ধর্ম যার যার, উৎসব সবার’। 

তৃতীয় চলচ্চিত্রটি দেখানো হয় বদরুল আনাম সৌদ পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার বিষয়ক ‘হাওয়ায় ভাসা ভালোবাসা’।

প্রতিটি শর্টফিল্ম শেষে দর্শকদের প্রশ্ন এবং নির্মাতাদের প্রশ্নত্তর পর্ব রাখা হয়। সেইসাথে ফিল্ম সম্পর্কে অনেকে ব্যক্তিগত অভিব্যক্তি ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে ক্যারিয়ার ক্লাবের সভাপতি সাব্বির হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক রুকসানা বেগম ও সহকারী অধ্যাপক স্বপ্নীল রহমান। এছাড়াও অনুষ্ঠানে আমেরিকান অ্যাম্বাসির কর্মকর্তা, আরইউসিসির কর্মীরাসহ বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

 


আপনার মূল্যবান মতামত দিন: