স্বাধীনতা দিবসে জাবিতে ফিস্টের বাজেট জনপ্রতি ৩৮০ টাকা

মান্নান, জাবি প্রতিনিধি | ২৬ মার্চ ২০২২, ০৮:৫৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলের শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারীদের মধ্যে উন্নত মানের খাবার পরিবেশনের জন্য জনপ্রতি ৩৮০ টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। 

শুক্রবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক মোহা. মুজিবুর রহমান সময় ট্রিবিউন কে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, “প্রভোস্ট কমিটির মিটিংয়ে স্বাধীনতা দিবসে উন্নত মানের খাবার পরিবেশনে বাজেট বাড়িয়ে ৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ৩০০ টাকা, হল কর্তৃপক্ষ থেকে ৫০ টাকা ও শিক্ষার্থীদের কুপন ফি বাবদ আসবে ৩০ টাকা।“ 

তিনি আরও বলেন, “খাবার হিসেবে পোলাও, মুরগীর রোস্ট, খাসির রেজালা, মুগডাল, মিস্টি পান ও সালাদ থাকবে।“ 

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।


আপনার মূল্যবান মতামত দিন: