রাবি ছাত্রলীগের মতিহার হলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

রাবি প্রতিনিধি | ৮ মার্চ ২০২২, ০৯:৪৮

কর্মী সমাবেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলনকে সামনে রেখে ১৭টি আবাসিক হলে পর্যায়ক্রমে কর্মী সভা শুরু হয়েছে। প্রথমদিন আজ সোমবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রলীগের কর্মী নাদিম নিলয়ের সঞ্চালনায় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, আমরা চেয়েছি, যারা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের সঙ্গে পরিশ্রম দিয়েছে তাদের জন্য হল সম্মেলন হোক৷ তারই ধারাবাহিকতায় বিভিন্ন হলে কর্মীদের সভা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৪ মার্চের হল সম্মেলনে নেতৃত্বে যারাই আসুক তাদের হাত ধরে আজকের রাবি শাখা ছাত্রলীগ যে অবস্থায় আছে সামনের দিনে তার চেয়ে আরও গতিশীল হবে বলে আশা রাখছি। 

ছাত্রলীগ দফতর সূত্রে জানা যায়, ২০২০ সালে হল সম্মেলনের তারিখ ঘোষণার পর পদ প্রত্যাশীদের কাছ থেকে সিভি আহ্বান করা হয়। এতে সম্মেলনের জন্য বিশ্ববিদ্যালয়ের ১৭ টি হল থেকে মোট ৪১৬ জন পদ প্রত্যাশী সিভি জমা দেন।

একই দিন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শের-ই-বাংলা ফজলুল হক হলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া মতিহার হলের ছাত্রলীগের কর্মী মশিউর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সুরঞ্জিত প্রসাদ বৃত্ত, সরূপ সাহা সুপ্ত, সাংগঠনিক সম্পাদক ইমরান খান নাহিদ প্রমুখ।


আপনার মূল্যবান মতামত দিন: