জাবি ইয়েস গ্রুপের নতুন কমিটি 

মান্নান, জাবি প্রতিনিধি | ২ মার্চ ২০২২, ০৬:২৭

জাবি ইয়েস গ্রুপের নতুন কমিটি 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস গ্রুপ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নতুন কমিটি নির্বাচিত হয়েছে। 

মঙ্গলবার (১ মার্চ) বিকেলে অনলাইনে অনুষ্ঠিত মাসিক বৈঠকের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে টিম লিডার পদে নির্বাচিত হয়েছেন আইন ও বিচার বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী শরিফুল ইসলাম এবং ডেপুটি টিম লিডার পদে যথাক্রমে নির্বাচিত হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী নিশাত আবদুল্লাহ ও নৃবিজ্ঞান বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী সুস্মিতা বিনতে। 

নির্বাচন পরিচালনা করেন জাবির সরকার রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও জাবি ইয়েস গ্রুপের উপদেষ্টা মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া। 

এ সময় আরো উপস্থিত ছিলেন- জাবি ইয়েস গ্রুপের টিম কো-অর্ডিনেটর ইয়াসমিন আরা বেবী, বিদায়ী কমিটির টিম লিডার সাদিকুর রহমান, ডেপুটি টিম লিডার আবু হোরায়রা ও উলফাত আরা বৃষ্টি।


আপনার মূল্যবান মতামত দিন: