নোবিপ্রবির সমুদ্রবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান নাজমুস সাকিব

নোবিপ্রবি প্রতিনিধি | ১৮ ফেব্রুয়ারী ২০২২, ০৯:৩০

ছবিঃ সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী অধ্যাপক নাজমুস সাকিব খান।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। আজ বৃহস্পতিবার(১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

উল্লেখ্য, নোবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন নাজমুস সাকিব খান। দীর্ঘদিন ধরেই স্বাদু এবং লোনাপানির প্লাংকটন নিয়ে গবেষণা করছেন তিনি। বর্তমানে তিনি শিক্ষকতার পাশাপাশি জু-প্লাংকটনের মাইক্রোপ্লাস্টিক এবং মাইক্রোপ্লাংকটনে হেবি মেটালস বায়োএকুমুলেশন নিয়ে গবেষণা করছেন।


আপনার মূল্যবান মতামত দিন: