হাবিপ্রবি প্রথম আলো বন্ধুসভার সভাপতি রাকিব, সাধারণ সম্পাদক হিমু

হাবিপ্রবি প্রতিনিধি | ৩ ফেব্রুয়ারী ২০২২, ০৮:৩১

ছবিঃ সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সামাজিক সংগঠন প্রথম আলো বন্ধুসভার ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির সাবেক সভাপতি মাহফুজুর রহমান ইমরান নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব লাভ করেছেন কৃষি অনুষদের ১৮ ব্যাচের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেছেন একই অনুষদের ১৮ ব্যাচের শিক্ষার্থী মাসুমা আক্তার হিমু।

কমিটির অন্যান্য সদস্যদের মাঝে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সৈয়দা শাহনাজ পারভীন, এইচ এম মোতাছিম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আমিনা খাতুন বিথী, চমক সরকার, সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শেখ মোঃ রুহুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ আলী মানিক, অর্থ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সাজিয়া আফরিন, প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নাহিদুল ইসলাম হৃদয় এবং পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ ফিরোজ ইসলাম।

সংগঠনটির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম রনি বলল, "ভালোর সাথে,আলোর পথে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাবিপ্রবি প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা সবসময় বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়ের বাইরে নানা সামাজিক ও আত্ম উন্নয়নমূলক কাজের সাথে নিজেদের সম্পৃক্ত রেখেছে। এমনকি বিগত বছর করোনা পরিস্থিতিতেও তারা তাদের অনলাইন ও অফলাইন নানা কর্মকান্ডের মাধ্যমে তাদের সাংগাঠনিক দায়িত্ব সক্রিয়ভাবে পালন করেছে। এরই ধারাবাহিকতায় নতুন দায়িত্ব প্রাপ্ত ২০২২ সালের কমিটির বন্ধুরা সে ধারা অব্যাহত রেখে হাবিপ্রবি প্রথম আলো বন্ধুসভাকে আরও বেগবান করবে এই কামনা থাকবে সবসময়।"

প্রথম আলো বন্ধুসভার নবনির্বাচিত সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, "সংগঠনকে ভালোবেসেই সংগঠনের সাথে পথ চলা। সভাপতি হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করাই আমার অঙ্গিকার। বন্ধুসভাকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। বন্ধুসভার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নাম সবার সামনে দীপ্তিমান করতে চাই।"

উল্লেখ্য, হাবিপ্রবি প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা হিসেবে বিশ্ববিদ্যালয়টির ১০ জন শিক্ষক রয়েছেন।


আপনার মূল্যবান মতামত দিন: