চবিতে ক্লাস চলবে অনলাইনে, খোলা থাকবে হল

সময় ট্রিবিউন | ২২ জানুয়ারী ২০২২, ১০:৩১

ফাইল ছবি

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের শিক্ষা প্রতিষ্ঠান দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণার প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও (চবি) সশরীরে ক্লাস স্থগিত করে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে চলমান পরীক্ষা সশরীরে হবে। পাশাপাশি খোলা থাকবে আবাসিক হল। এছাড়া স্বাভাবিক শিডিউলে চলবে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন।

শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম।

তিনি বলেন, যেসব বিভাগের পরীক্ষার তারিখ এখনও হয়নি, সেসব বিভাগের পরীক্ষা ৬ ফেব্রুয়ারির পরে নির্ধারণ করতে বিভাগসমূহকে বলা হবে।


আপনার মূল্যবান মতামত দিন: