হাবিপ্রবির মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের মানববন্ধন

হাবিপ্রবি প্রতিনিধি | ১০ জানুয়ারী ২০২২, ১৪:১৪

ছবিঃ সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে মৎস্য অধিদপ্তরের নন-ক্যাডার নিয়োগ বিধিমালা-২০২০ সংশোধন এবং বিপিএসসির চলমান নিয়োগ বিজ্ঞপ্তিতে মাৎস্য স্নাতকদের অন্তর্ভুক্তি ও ন্যায্য অধিকারের দাবিতে মানববন্ধন করেছে।

রবিবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা দিনাজপুর মহাসড়কে দুপুর ১ টায় শান্তিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন করে শিক্ষার্থীরা। উক্ত মানবন্ধনে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা ব্যানার ও প্লেকার্ড নিয়ে তাদের দাবী তুলে ধরেন।

গত ২৩ ডিসেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য অধিদপ্তরের নন-ক্যাডার নিয়োগ বিধিমালা- ২০২০ অনুযায়ী, বাংলাদেশ কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত মৎস্য অধিদপ্তরাধীন দশম গ্রেডের মাৎস্যবিজ্ঞান সংশ্লিষ্ট বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেখানে প্রাণিবিদ্যা ও মাৎস্য ডিপ্লোমাধারীদের আবেদনের সুযোগ দেওয়া হলেও মাৎস্যবিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারীদের আবেদনের কোন সুযোগ রাখা হয়নি। এছাড়াও ফিসারিজ গ্রাজুয়েটদের ৯ম গ্রেডে নিয়োগে গত চার বছরে ১০০ পোস্টেও বিসিএস-এ নিয়োগ বিজ্ঞপ্তি আসে নি।

এই অসামঞ্জ্যপূর্ণ নন-ক্যাডার নিয়োগ বিধিমালা-২০২০ সংশোধন করে মাৎস্যবিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ ও সংযুক্তি সহ বিভিন্ন কারিগরি চাকুরীক্ষেত্রে মাৎস্যবিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারীদের প্রাধান্য দেওয়ার দাবিতে মানববন্ধন করে হাবিপ্রবির মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।

উক্ত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের ১৮ ব্যাচের শিক্ষার্থী মীর মোহাম্মদ রহমতুল্লাহ বলেন,' উক্ত বিজ্ঞপ্তিতে প্রাণীবিজ্ঞান স্নাতক ডিগ্রিধারীদের ও মৎস্যবিজ্ঞানে ডিপ্লোমা ধারীদের সুযোগ দেওয়া হলেও মাৎস্যবিজ্ঞানে স্নাতক দের যারা এই বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি করছে তারা আবেদনের সুযোগ পায় নি এর ফলে আমরা ক্রম:বর্ধমান চাকরির বাজারে আশঙ্কাজনক পরিস্থিতে পড়েছি। '

১৭ ব্যাচের শিক্ষার্থী ও মাৎস্যবিজ্ঞান অনুষদীয় ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান নিশান বলেন,'কিছুদিন আগে প্রকাশিত দশম গ্রেডের মাৎস্যবিজ্ঞান সংশ্লিষ্ট বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে মাৎস্যবিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারীদের আবেদনের কোন সুযোগ না রাখা আমাদের জন্য খুবই হতাশাজনক। হাবিপ্রবির মৎস্যবিজ্ঞান অনুষদের পক্ষ থেকে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় এবং মৎস্য অধিদপ্তরের মাননীয় ডিজি মহোদয় এর দৃষ্টি আকর্ষণ করছি যাতে অতি দ্রুত একটি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক যাতে মাৎস্যবিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারীদেরকে অন্তর্ভুক্ত করা হবে। 'মানববন্ধন শেষে গণস্বাক্ষর কর্মসূচিও পালন করেন শিক্ষার্থীরা।


আপনার মূল্যবান মতামত দিন: