05/23/2022 পরীমণি আমাকে ছেড়ে যাবে না, আমাদের কবরও একসঙ্গে হবে : রাজ
সময় ট্রিবিউন
১২ জানুয়ারী ২০২২ ১১:১৩
“পরীমণি কখনোই আমাকে ছেড়ে যাবে না, আমিও যাবো না। আমাদের দুজনের কবরটাও একসঙ্গে হবে,” বলে মন্তব্য করেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণির স্বামী চিত্রনায়ক শরীফুল রাজ।
সোমবার (১০ জানুয়ারি) গণমাধ্যমে “মা হচ্ছেন পরীমণি” প্রতিবেদন প্রকাশের পর পরই সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রাজ-পরী জুটি।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে “নেটওয়ার্কের বাইরে”-খ্যাত এ অভিনেতা আশা প্রকাশ করে বলেন, পরীমণি কখনও তাকে ছেড়ে যাবেন না। তাদের কবরও একসঙ্গে হবে।
এর আগে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরীমণির সঙ্গে একটি ছবি শেয়ার করে রাজ লিখেছেন, “কনগ্র্যাচুলেশন রাজ, থ্যাংক ইউ পরী।”
ছবিতে দেখা যাচ্ছে- হুইলচেয়ারে বসে আছেন পরীমণি। তার হাতে ফুল এবং হুইলচেয়ারটি এগিয়ে নিয়ে যাচ্ছেন রাজ নিজেই।
জানা গেছে, গিয়াস উদ্দিন সেলিমের “গুনিন” চলচ্চিত্রের শুটিংয়ের সময় পরীমণি-রাজের পরিচয় এবং প্রেম।